ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ
এলডিসি উত্তরণ না পেছালে অর্থনীতিতে ধস নামবে
২৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৩১ এএম
![এলডিসি উত্তরণ না পেছালে অর্থনীতিতে ধস নামবে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/26/20250126103100_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে বস্ত্র ও পোশাক খাতের জন্য আশঙ্কাজনক বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিগত সরকারের সময়কার ভ্রান্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ সম্ভব বলে দাবি করা হয়েছিল, কিন্তু বর্তমান বাস্তবতার নিরিখে এটি সম্ভব নয়। বিশেষত, অর্থনীতি চলমান সংকটের মধ্যে রয়েছে, যার কারণে এলডিসি থেকে উত্তরণের সময় অন্তত তিন বছর পিছিয়ে যাবে।
২০২৬ সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও, বিসিআই সভাপতি জানিয়েছেন, বাস্তব চিত্র অনুসারে উত্তরণের সময় বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীরা সরকারের অতীত তথ্যের উপর নির্ভর করে আশাবাদী ছিলেন, কিন্তু বাস্তবতার সঙ্গে তা মেলে না। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ব্যবসায়িক পরিবেশ এমন পরিস্থিতিতে রয়েছে যে, এর ফলে খরচ বাড়বে এবং এটি অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করতে পারে।
এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি পণ্যে শুল্ক বৃদ্ধির আশঙ্কা নিয়ে বিসিআই সভাপতি বলেন, ইউরোপীয় ইউনিয়নে ভিয়েতনাম ২০২৭ সাল থেকে শূন্য শুল্কে রপ্তানি করতে পারবে, কিন্তু বাংলাদেশ এলডিসি থেকে বের হলে সেখানে ১২ শতাংশ শুল্ক আরোপিত হবে। এর ফলে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাত বিপদে পড়বে, কারণ গত এক বছরে ১০০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও ২০০ কারখানা বন্ধ হওয়ার পথে।
অন্যান্য সমস্যা হিসেবে আনোয়ার-উল আলম চৌধুরী ঋণের সুদহার বাড়ানো, ভ্যাট ও জ্বালানির দাম বৃদ্ধির কথা উল্লেখ করেছেন, যা শিল্প খাতের জন্য আরও চাপ সৃষ্টি করছে। তিনি বলেছেন, সরকারের পদক্ষেপগুলি ব্যবসায়ীদের জন্য বিভ্রান্তিকর এবং এভাবে যদি চলতে থাকে, তাহলে দেশি উদ্যোক্তারা বিনিয়োগে ভয় পাবেন, ফলে বিদেশি বিনিয়োগও আসবে না।
বিসিআই সভাপতি আরও বলেন, সরকার এবং রাজনীতিবিদরা অর্থনীতির দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। তারা অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত থাকলেও, যদি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরবর্তীতে কোন সরকারই তা সামাল দিতে সক্ষম হবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অর্থনৈতিক সংস্কারসহ চলমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা।
অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য দ্রুত পদক্ষেপ নিলে কেবল কর্মসংস্থান রক্ষা করা সম্ভব হবে এবং দেশের অর্থনীতির উন্নতির পথে রাখা যাবে, নতুবা দেশ একটি গভীর সংকটে পড়তে পারে।
- ট্যাগ সমূহঃ
- এলডিসি উত্তরণ
- অর্থনীতিতে
- ধস নামবে
![এলডিসি উত্তরণ না পেছালে অর্থনীতিতে ধস নামবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)