ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০৭:০৫ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভারস্পিডিংয়ে মামলা দেবে পুলিশ

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২৫ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভারস্পিডিংয়ে মামলা দেবে পুলিশ

ছবি: সংগ্রহ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিংয়ের কারণে পুলিশ মামলা দেবে, এবং এই সিদ্ধান্ত ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িলে এক সংবাদ সম্মেলনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেনেন্স) কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, “যে কোনো গাড়ি যদি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিসীমা অতিক্রম করে, তাহলে পুলিশকে সেই গাড়ির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হবে।” তিনি আরও জানান, এক্সপ্রেসওয়েতে ভিডিও ক্যামেরার মাধ্যমে এই গতির তদারকি করা হবে এবং পুলিশ কর্মকর্তারা সেই ভিডিও ফুটেজ দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে, কেন্দ্রীয় কমান্ড সেন্টারে সার্বক্ষণিক পুলিশ উপস্থিত রাখা সম্ভব না হওয়ায়, ক্যাবল সংযোগের মাধ্যমে পুলিশ দপ্তরে সরাসরি এই ফুটেজ পৌঁছানো হবে।

 

 

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বিভাগের পরিচালক জানিয়েছেন যে, এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে বেশ কিছু সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে ছিলো – ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, দুর্ঘটনা এবং বিমানবন্দরের যাত্রীসেবা সংক্রান্ত সমস্যা। তিনি বলেন, “২০২৩ সালের ২ সেপ্টেম্বর প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করেছে এবং এর পর থেকে জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে ৯০টি গাড়ির ইঞ্জিনে সমস্যা, ৫১টি টায়ার ব্রাস্ট এবং ২০টি জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, বড় আকারে ১০টি দুর্ঘটনাও ঘটেছে।”

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভারস্পিডিংয়ে মামলা দেবে পুলিশ