ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪৮:২১ পিএম

এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৩ এএম

এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম

ছবি: সংগ্রহ

চান্দ্র নববর্ষের ছুটির কারণে এশিয়ার দেশগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা আগের তুলনায় কমেছে। এর প্রভাবে চলতি সপ্তাহে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। এদিকে ইউরোপের দেশগুলোয় মজুদ নিয়ে উদ্বেগে গত ১৫ মাসের সর্বোচ্চে উঠেছে প্রাকৃতিক গ্যাসের দাম। ফলে বাড়তি মুনাফা লাভের আশায় ইউরোপের দেশগুলোয় সরবরাহ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। 


শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, মার্চের সরবরাহ চুক্তিতে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম চলতি সপ্তাহে ছিল ১৩ ডলার ৮০ সেন্ট। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ ডলারে বেচাকেনা হয়েছে।


ডেভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টোবি কোপসন বলেন, ‘‌চীনসহ এশিয়ার অন্যান্য দেশে চাহিদা মৌসুমি গড়ের তুলনায় নিম্নমুখী। এ কারণে দাম কমেছে। চাহিদা কমে যাওয়ায় কার্গোগুলো ইউরোপের দেশগুলোয় পাঠানো হচ্ছে। এছাড়া এর আগে দাম ঊর্ধ্বমুখী থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোয় পণ্যটির আমদানি কমিয়েছিলেন ব্যবসায়ীরা।’

 

আর্গাসের হেড অব ইউরোপিয়ান গ্যাস, এলএনজি অ্যান্ড বায়োমাস প্রাইসিং নাতাশা ফিল্ডিং বলেন, ‘এশিয়ার দেশগুলোয় শুধু পরবর্তী মাসেই নয় বরং ভবিষ্যৎ সরবরাহ চুক্তিগুলোয়ও চাহিদা কমেছে।’

 

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইসিআইএসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘‌ইউরোপে ঠাণ্ডা আবহাওয়া ও মজুদ থেকে বেশি ব্যবহার বাজারে উদ্বেগ বাড়িয়েছে। যার কারণে দামও ঊর্ধ্বমুখী হচ্ছে। ফলে বেশি মুনাফা আয়ের আশায় জানুয়ারির শুরু থেকেই ইউরোপে রফতানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আটলান্টিক মহাসাগর পথে এ পর্যন্ত অন্তত ছয়টি কার্গো এশিয়ার পরিবর্তে ইউরোপে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে তা বেড়ে সাতটিতে পৌঁছেছে।’

 

এদিকে প্রবল বন্যার কারণে মালয়েশিয়ার মিরি ও বিনতুলু বন্দরগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি পেট্রোনাস জানিয়েছে, বন্যায় বন্দর ক্ষতিগ্রস্ত হয়নি। সরবরাহ স্বাভাবিক ছিল।

 

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার মার্চের সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১৫ ডলার ৩১ সেন্টে। একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৪৭ সেন্ট ছাড় দেয়া হয়েছে। আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৫ ডলার ২৬ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৫ ডলার ৩৪ সেন্ট।

 

এদিকে এলএনজি পরিবহন ব্যয় রেকর্ড নিম্নে নেমেছে। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, শুক্রবার আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় কমে দৈনিক ৩ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে। প্রশান্ত মহাসাগরীয় পথে তা কমে দৈনিক ১১ হাজার ৫০০ ডলারে স্থির হয়েছে।

এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম