ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০২:২০ পিএম

এস আলম গ্রুপের পাচার বিলিয়ন ডলার ফেরাতে দুদকের তোড়জোড়

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৩৮ পিএম

এস আলম গ্রুপের পাচার বিলিয়ন ডলার ফেরাতে দুদকের তোড়জোড়

ছবি: সংগ্রহ

এস আলম গ্রুপের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ কয়েকটি দেশে এস আলম গ্রুপের ১ বিলিয়ন ডলার পাচারের বিষয়ে তদন্ত চলছে।

 

 

এদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা সহ ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুদক তলব করেছে। তারা আগামী ৫, ৬ ও ৯ ফেব্রুয়ারি দুদকের সামনে হাজির হয়ে প্রশ্নের সম্মুখীন হবে। এর মধ্যে ব্যাংকটির কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর এবং টিআইএন রেকর্ডপত্র জমা দিতে বলা হয়েছে।

 

 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, কমিশন অর্থ পাচারের বিষয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচারের বিষয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

 

 

২০১৭ সালে মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় ব্যাংকটি থেকে ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা ঋণের নামে বিতরণ করা হয়, যার অধিকাংশই এস আলম গ্রুপ নিয়েছিল। ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এই ঋণ কেলেঙ্কারি সংঘটিত হয়।

 

 

এস আলম গ্রুপের বিরুদ্ধে এই ঋণ জালিয়াতির ঘটনায় দুদক ৫ আগস্টের পটপরিবর্তনের পর তদন্ত শুরু করে। এস আলম গ্রুপের পুত্র আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে, যার মধ্যে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ১ হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা এবং ৯ জানুয়ারি ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলা দায়ের করা হয়। এছাড়া, ২৮ জানুয়ারি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ টাকা আত্মসাৎ সংক্রান্ত তৃতীয় মামলা করা হয়েছে।

 

 

এভাবে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে গতি আসলেও, এর সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে।

এস আলম গ্রুপের পাচার বিলিয়ন ডলার ফেরাতে দুদকের তোড়জোড়