ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
এস আলম গ্রুপের ৮ কম্পানির ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের চিঠি
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৩:২৭ পিএম

ছবি: সংগ্রহ
এস আলম গ্রুপের আট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এই নির্দেশনা দিয়ে গতকাল সোমবার দুদক রাজধানীর সেগুনবাগিচায় তাদের প্রধান কার্যালয় থেকে একটি চিঠি পাঠিয়েছে।
দুদকের একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ তদন্তাধীন। এসব অর্থ সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো এস আলম গ্রুপের আটটি প্রতিষ্ঠানের নামে পরিচালিত। প্রতিষ্ঠানগুলো হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস
ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল।
দুদক চিঠিতে উল্লেখ করেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এস আলম গ্রুপের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবগুলোতে থাকা অর্থ স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। তাই এসব হিসাব ফ্রিজ করার জন্য বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।
দুদক জানিয়েছে, অভিযোগের তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- এস আলম
- ৮ কম্পানির
- ব্যাংক
- হিসাব
- জব্দ
