ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ২:৩০:৫৪ পিএম

এস আলম পরিবারের হাজার বিঘা জমি ক্রোক

১১ মার্চ, ২০২৫ | ১০:২৭ এএম

এস আলম পরিবারের হাজার বিঘা জমি ক্রোক

ছবি: সংগ্রহ

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ৯৭টি সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তির পরিমাণ ৩৩ হাজার ২১৬ দশমিক ৪২ শতাংশ বা ১ হাজার ৬ বিঘা জমি, যা ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত।

 

 

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব সম্পত্তি জব্দের আবেদন করেন। সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আবেদন পর্যালোচনা করে সম্পত্তিগুলো ক্রোকের আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে দেখা গেছে, তারা বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মিতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন এবং দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তারা এসব সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন।

 

 

দুদকের মতে, তদন্ত শেষ হওয়ার আগে যদি এসব সম্পদ স্থানান্তরিত হয়, তবে তা উদ্ধার করা কঠিন হবে। তাই অবিলম্বে সম্পদ ক্রোক করা জরুরি।

 

 

 

এর আগে এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আদেশ দেন আদালত।৭ অক্টোবর: এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ১৬ জানুয়ারি: ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ। স৩ ফেব্রুয়ারি: ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ। ১২ ফেব্রুয়ারি: ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ, যার মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। ২৩ ফেব্রুয়ারি: ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ।

 

 

এস আলম গ্রুপের বিরুদ্ধে চলমান এই তদন্ত ও সম্পদ জব্দের আদেশ দেশের অর্থনৈতিক খাত ও ব্যবসায়ী মহলে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

 

এস আলম পরিবারের হাজার বিঘা জমি ক্রোক