ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১১ পিএম
অনলাইন সংস্করণ
এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১১ পিএম
![এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/12/20250212161233_original_webp.webp)
ছবি: সংগ্রহ
এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ার অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই শেয়ারের বাজারমূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা বলে জানানো হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, জাকির হোসেন গালিব, এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে ৪২টি কোম্পানিতে ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ারের মালিকানা পাওয়া যায়। এই শেয়ারের মূল্যমাণ ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।
অনুসন্ধানে আরো জানা যায়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এই শেয়ারগুলো হস্তান্তরের চেষ্টা করছেন, যাতে তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে। দুদক তাই শেয়ারগুলো এবং তাদের মুনাফা অবরুদ্ধ করার আবেদন জানায়। আদালত এ আবেদন মঞ্জুর করে শেয়ারগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
এছাড়া, এর আগে গত ৩০ জানুয়ারি সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ১৪ জানুয়ারি ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দেরও আদেশ হয়। ১৬ জানুয়ারি ২৪টি কোম্পানির ৩২ কোটি শেয়ার জব্দ করা হয়, যার বাজারমূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া গত বছরের ৭ অক্টোবর সাইফুল আলম ও তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।দুদক জানায়, এসব পদক্ষেপের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
- ট্যাগ সমূহঃ
- এস আলম
- পরিবারের
- ৫ হাজার কোটি
- শেয়ার অবরুদ্ধ
![এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)