ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:১০:২১ পিএম

ওষুধসহ ৬৫ পণ্যে ভ্যাট বৃদ্ধি, উপদেষ্টা পরিষদে অনুমোদন

২ জানুয়ারি, ২০২৫ | ৯:৪২ এএম

ওষুধসহ ৬৫ পণ্যে ভ্যাট বৃদ্ধি, উপদেষ্টা পরিষদে অনুমোদন

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে, যা জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। জীবন রক্ষাকারী ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবানসহ প্রতিদিনের প্রয়োজনীয় ৬৫টি পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

 


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের কাছে ঋণের শর্ত হিসেবে করছাড় কমিয়ে রাজস্ব বৃদ্ধির দাবি জানিয়েছে। কর-জিডিপি অনুপাত ০.২ শতাংশ বৃদ্ধি করে ১২ হাজার কোটির বেশি রাজস্ব আদায়ের শর্ত চাপিয়েছে সংস্থাটি। এনবিআর জানায়, এ অর্থ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট লক্ষ্যমাত্রার সঙ্গে যুক্ত হবে।

 

 

 

বিশ্লেষকদের আশঙ্কা, এই ভ্যাট বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি বেড়ে সাধারণ মানুষের কষ্ট আরও তীব্র হবে। ভ্যাট বৃদ্ধির তালিকায় উল্লেখযোগ্য পণ্য ও সেবা হলো, জীবন রক্ষাকারী ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, সস, ফলমূল, জুস, সাবান, টিস্যু পেপার, বিমান টিকিট, হোটেল-রেস্তোরাঁ সেবা, এলপি গ্যাস এবং ডিটারজেন্ট পাউডার।

 

 

এর মধ্যে নতুন ভ্যাট হার জনসাধারণের ক্রয়ক্ষমতায় বিরূপ প্রভাব ফেলতে পারে। এনবিআর যদিও চাল, চিনি, ভোজ্য তেলসহ কিছু পণ্যে শুল্কছাড় দিয়েছে, তবে ঋণ পরিশোধের শর্তে এ সিদ্ধান্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

 

রাজস্ব ঘাটতির মুখে এনবিআর বিভিন্ন উপায় অবলম্বন করছে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় এনবিআর ভ্যাট বৃদ্ধির এ পদক্ষেপ গ্রহণ করেছে।

 


নতুন ভ্যাট হার কার্যকর হলে মানুষের দৈনন্দিন খরচ বহুগুণে বাড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপ অর্থনীতির সামগ্রিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে।

 

 

সরকার ও এনবিআরের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জনসাধারণ ও বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলবে।

ওষুধসহ ৬৫ পণ্যে ভ্যাট বৃদ্ধি, উপদেষ্টা পরিষদে অনুমোদন