ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৪৯:৩৫ পিএম

কনটেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন মাইলফলক

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪০ এএম

কনটেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন মাইলফলক

ছবি: সংগ্রহ

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গত দুই বছরের ধীরগতির পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড হয়েছে।

 

চলতি বছরে বন্দরটি মোট ৩২ লাখ ৫৮ হাজার টিইইউএস (২০ ফুট দীর্ঘ প্রতিটি) কনটেইনার হ্যান্ডেল করেছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সংখ্যা গত বছরের চেয়ে ছয় দশমিক আট শতাংশ বেশি এবং ২০২১ সালে গড়া সর্বোচ্চ রেকর্ড ৩২ দশমিক ১৫ লাখ টিইইউএসের তুলনায় প্রায় ৪৪ হাজার টিইইউএস বেশি।

 

চলতি বছরে হ্যান্ডেল করা কনটেইনারের মধ্যে ১৭ দশমিক ৬২ লাখ টিইইউএস আমদানি এবং ১৪ দশমিক ৯৭ লাখ টিইইউএস রপ্তানি কনটেইনার। এছাড়া প্রায় সাত লাখ টিইইউএস ছিল খালি কনটেইনার, যা চট্টগ্রাম বন্দরে ট্রান্স শিপমেন্টের জন্য প্রেরণ করা হয়।

 

 

২৯ ডিসেম্বর পর্যন্ত বন্দরটি মোট ১২ কোটি ৩১ লাখ টন পণ্য হ্যান্ডেল করেছে, যা গত বছরের সর্বোচ্চ রেকর্ড ১২ দশমিক ০২ কোটি টন ছাড়িয়ে গেছে।

 


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, “এই রেকর্ড সম্ভব হয়েছে বন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির কারণে। এটি দেশের বহির্বাণিজ্যের স্থবিরতা কাটানোর লক্ষণ।” তিনি আশা প্রকাশ করেন, এই প্রবৃদ্ধির ফলে আগামী বছর বিশ্বের ১০০টি ব্যস্ততম কনটেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও উন্নত হবে।

 


বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, “গত জুলাই-আগস্ট মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্টি হওয়া কনটেইনার জট দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হওয়ায় পরবর্তী মাসগুলোতে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। এর ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফিরে এসেছে।”

 

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং ও পণ্য পরিবহনের এই বৃদ্ধি বহির্বাণিজ্যের উন্নতি ও অর্থনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বন্দর ব্যবহারকারীরা আশা করছেন, নতুন বছরেও এই ধারা অব্যাহত থাকবে।

কনটেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে নতুন মাইলফলক