ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:২৬:৪৭ পিএম

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর

২৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৬ এএম

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর

ছবি: সংগ্রহ

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর ২০২৩ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বৈশ্বিক ডলার সংকট, এলসি খুলতে নানা জটিলতা এবং দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এ বছর প্রায় ৩২ লাখ ৮০ হাজার টিইইউস (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত ৩২ লাখ ২ হাজার ৬৮৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৭৪ শতাংশ বেশি। বছরের শেষ ৯ দিন গড়ে প্রতিদিন ৭ হাজার টিইইউস হ্যান্ডলিং ধরে এই সংখ্যা ৩২ লাখ ৮০ হাজার টিইইউসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

 


এই রেকর্ডের ফলে বৈশ্বিক কনটেইনার হ্যান্ডলিং তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

চট্টগ্রাম বন্দর প্রথম ২০১৯ সালে ৩০ লাখ ৮৮ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে বৈশ্বিক ‘থ্রি মিলিয়ন ক্লাবে’ প্রবেশ করে।

 

২০২১ সালে: ৩২ লাখ ১৪ হাজার টিইইউস। ২০২৩ সালে ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউস। ২০২৩ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত: ৩২ লাখ ২ হাজার ৬৮৮ টিইইউস। এবারের প্রবৃদ্ধি হতে পারে প্রায় ৭.৫১ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, বৈশ্বিক সংকট কাটিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য এখন স্বাভাবিক হচ্ছে। এতে আমদানি-রপ্তানির পরিমাণ বেড়েছে, যা কনটেইনার হ্যান্ডলিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। বন্দর কার্যক্রম গতিশীল করতে কর্তৃপক্ষ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, যার সুফল পাওয়া গেছে।

 

চট্টগ্রাম বন্দরের এই সাফল্য ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর