ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ
কম দামে টিসিবির পণ্য পাবে গার্মেন্টস শ্রমিকরা
৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৩ এএম
![কম দামে টিসিবির পণ্য পাবে গার্মেন্টস শ্রমিকরা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/30/20240930102249_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের গার্মেন্টস শ্রমিকদের টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেবার উদ্বোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসাবে আগামী মঙ্গলবার ঢাকার অদূরে আশুলিয়া এলাকার একটি গার্মেন্টস কারখানার শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্ঠা আসিফ মাহমুদ এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
পর্যায়ক্রমে দেশের সব গার্মেন্টস শ্রমিকদের জন্য কম দামে টিসিবির পণ্য দেবার ব্যবস্থা করা হবে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের রেশনের আওতায় আনার কাজও শুরু করেছে শ্রম মন্ত্রণালয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শ্রম কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব তথ্য জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান, গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস প্রধান মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৪ কোটি ৪৪ লক্ষ টাকা জমা দেয় দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। শ্রমিক কল্যাণ ও দায়িত্বশীল কর্পোরেট কার্যক্রম অনুসরণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই গ্রামীণফোন অনুদান প্রদানের এ ধারা অব্যাহত রেখেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমিকদের জন্য যে একটি শ্রম কল্যাণ তহবিল আছে তা অধিকাংশ শ্রমিকই জানে না। কিভাবে এই তহবিলে আবেদন করতে হয়, কিভাবে অর্থপ্রাপ্তি হয় এই সম্পর্কে শ্রমিকদের সুস্পষ্ট ধারণা নেই। তিনি বলেন, বিগত সরকারের সময় এই তহবিলের অব্যবস্থাপনা হয়েছে। আমরা এই তহবিলের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সঠিকভাবে শ্রমিদের পৌঁছে দিতে চাই। আমরা এই ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটালাইজড করার কাজ করছি।
শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান বলেন, শ্রম আইন ২০০৬ অনযায়ী এই ফান্ড গঠন করা হয়েছে। শ্রমিক কল্যাণের জন্যে সুন্দর বিধান আছে। ব্যবসায়ীক প্রতিষ্ঠানের বাৎসিরক মুনাফার পাঁচ শতাংশের দশ শতাংশ এই ফান্ডের জমা দেওয়া হয়। শ্রমিক কল্যাণের যদি এই ফান্ড ঠিক মতো ব্যবহার হতো তাহলে এখনকার শ্রম অসন্তোষ হতো না। দেশের মাত্র সাড়ে ৪০০ প্রতিষ্ঠান এখানে অর্থ দেয়। আরো অনেক প্রতিষ্ঠানের এই ফান্ডে অর্থ দেবার সামর্থ রয়েছে। কোনো কোম্পানির পেইড অফ ক্যাপিটাল এক কোটি হলেই তাকে এই ফান্ডে অর্থ দিতে হবে। সে হিসাবে এক হাজারের বেশি প্রতিষ্ঠান অর্থ দিতে পারে, কিন্তু দিচ্ছে না। অর্থ না দিলে ওইসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীক লাইসেন্স বাতিল হতে পারে।
- ট্যাগ সমূহঃ
- টিসিবি
![কম দামে টিসিবির পণ্য পাবে গার্মেন্টস শ্রমিকরা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)