ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৩:৫২ এএম

কম দামে ভোলার গ্যাস গ্রিডে দিতে চায় ইন্ট্রাকো

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৭ এএম

কম দামে ভোলার গ্যাস গ্রিডে দিতে চায় ইন্ট্রাকো

ছবি: সংগ্রহ

দ্বীপ জেলা ভোলার গ্যাসকে সিএনজিতে (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে সরবরাহের মাধ্যমে দেশের গ্যাস সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। প্রতিষ্ঠানটি এবার জাতীয় গ্রিডে বা বিদ্যুৎকেন্দ্রে সরাসরি গ্যাস সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে।

 

রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে ইন্ট্রাকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ আলী এ তথ্য জানান।

 

ইন্ট্রাকো বর্তমানে ভোলার গ্যাস থেকে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকার বিভিন্ন শিল্প-কারখানায় সরবরাহ করছে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরাসরি জাতীয় গ্রিডে বা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।

 

ইন্ট্রাকোর এমডি রিয়াদ আলী বলেন, “এখন আমাদের ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে সরাসরি জাতীয় গ্রিডে বা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের সক্ষমতা রয়েছে। এতে খরচ অনেক কমে আসবে।”

 

 

২০২৩ সালের মে মাসে সুন্দরবন গ্যাস কম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে ইন্ট্রাকো ভোলার গ্যাস নিয়ে কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করছে।

 

এই প্রকল্পে প্রথম পর্যায়ে ৯০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করার প্রসেসপ্ল্যান্ট তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকা। এই প্ল্যান্ট আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

 

রিয়াদ আলী বলেন, “সরকার যেভাবে চায় সেইভাবেই আমরা কাজ করতে চাই। জাতীয় স্বার্থে আমরা কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”

 

ইন্ট্রাকো মনে করে, এই প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের শিল্প উৎপাদন বৃদ্ধি এবং গ্যাস সংকট নিরসনে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

কম দামে ভোলার গ্যাস গ্রিডে দিতে চায় ইন্ট্রাকো