ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
কমেছে চাল-পেঁয়াজ-আলুর দাম
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৫ পিএম
![কমেছে চাল-পেঁয়াজ-আলুর দাম](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/07/20250207104225_original_webp.webp)
ছবি: সংগ্রহ
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে চালের দাম কিছুটা কমেছে। বিভিন্ন ধরনের চালের দাম ১-৪ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। বিশেষ করে, মাঝারি মানের ব্রি-২৯ চালের দাম এক সপ্তাহ আগে ৬২-৬৫ টাকা ছিল, বর্তমানে তা ৫৮-৬২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, মোটা চালের দাম ৫২-৫৫ টাকা এবং সরু চাল ৭২-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সব বাজারে কম দামের চাল এখনও বিক্রি শুরু হয়নি।
আরও পড়ুন
পেঁয়াজ ও আলুর দামেও কিছুটা কমেছে। এক সপ্তাহে পেঁয়াজের দাম ৫ টাকা কমে বর্তমানে ৪৫-৫০ টাকা প্রতি কেজি, এবং আলুর দাম ২-৫ টাকা কমে ১৮-২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু পাড়া-মহল্লার দোকানে পেঁয়াজ ও আলুর দাম আরও ৫ টাকা বেশি থাকছে।
অন্যদিকে, মুরগির দামে কিছুটা বাড়তি প্রবণতা দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম এক কেজিতে ১৯০-২০০ টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি। সোনালি মুরগির দামও বেড়ে ২৮০-৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে, ফার্মের মুরগির ডিমের দাম গত কয়েক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে, বর্তমানে এক ডজন ডিম ১২৫-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, সরকার চালের আমদানি বাড়ানোর পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে কিছু সহায়তা প্রদান করছে, যার প্রভাবে চালের দাম কিছুটা কমেছে। তবে, বাজারে মুরগির দাম বৃদ্ধি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
- ট্যাগ সমূহঃ
- কমেছে
- চাল-পেঁয়াজ
- আলুর দাম
![কমেছে চাল-পেঁয়াজ-আলুর দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)