ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৬ পিএম
অনলাইন সংস্করণ
করের আওতায় আসছেন চিকিৎসক-গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৬ পিএম

ছবি: সংগ্রহ
জেলা, উপজেলা এবং গ্রামাঞ্চলের যেসব ব্যবসায়ী যথেষ্ট আয় করেন কিন্তু ট্যাক্স দেন না, সেই ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা অনেক আয় করছেন, তবে তারা ট্যাক্স দেন না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি ড্রাইভ শুরু করার পরামর্শ দিয়েছে। ট্যাক্স নেটের পরিধি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “সব চিকিৎসক এবং আইনজীবী যারা ফি নেন, তাদেরও রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডের মাধ্যমে ট্যাক্সের আওতায় আনা হবে। ক্যাশ ট্রানজেকশনের মাধ্যমে ফি নেওয়ার কারণে তাদের করের আওতায় আনা সম্ভব হয়নি। তবে, ডিজিটাল মাধ্যমে ফি নেওয়ার ক্ষেত্রে রেকর্ড থাকবে, যা বিদেশেও নিয়মিতভাবে করা হয়।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “দেশের কর্মসংস্থান বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে। চীনের গ্রামাঞ্চলে স্থানীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে গেলেও, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের পণ্য যোগাযোগের অভাবে উঠে আসে না। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে।”
তিনি জানান, সরকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও সেবামূলক মনোভাব জনগণের সেবা কার্যকর করতে সাহায্য করে। এ সময় জেলা প্রশাসকদের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
