ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৪ | ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
কর্মী হত্যার পর গাজায় ফের ত্রাণ তৎপরতা শুরু করছে ওয়াল্ড কিচেন
২৯ এপ্রিল, ২০২৪ | ১১:৫৬ এএম
![কর্মী হত্যার পর গাজায় ফের ত্রাণ তৎপরতা শুরু করছে ওয়াল্ড কিচেন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/04/29/20240429115629_original_webp.webp)
চলতি মাসের প্রথম দিকে গাজায় ত্রাণ কাজ করার সময় ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত কর্মী নিহত হন।
আরও পড়ুন
কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিন গোর এক বিবৃতিতে বলেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনও ভয়ানক বিপর্যয়কর। আমরা আগের মতোই একই উদ্যোমে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা সম্ভব সর্বাধিক সংখ্যক মানুষের কাছে খাদ্য পৌঁছানোর চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ডব্লিউসিকে স্থল, আকাশ ও নৌপথে উত্তর গাজাসহ উপত্যকাটির মানুষের কাছে সম্ভব সর্বাধিক পরিমান খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে।
গোর বলেন, ‘রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশের জন্য এক বেলা খাবার মতো ৮০ লাখ মিলের সমপরিমন ২৭৬টি ট্রাক আমরা প্রস্তত করেছি।’
তিনি বলেন, ‘আমরা জর্ডান থেকেও ট্রাক পাঠানোর চেষ্টা পাঠাবো। এছাড়া আশদোদ বন্দর ব্যবহার করে নৌ করিডোরকে কাজে লাগানোর চেষ্টা করবো।’
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ২০৬তম দিন সোমবার(২৯ মার্চ)। অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় অন্তত ৩৪,৫৫৪জন নিহত এবং ৭৭,৫৭৫ জন আহত হয়েছেন। হতাহতদের ৭০ভাগেরও বেশি নারী ও শিশু। এছাড়া ৮,৪০০ জন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে।
![কর্মী হত্যার পর গাজায় ফের ত্রাণ তৎপরতা শুরু করছে ওয়াল্ড কিচেন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)