ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
কাপ্তাই বাধেঁর সব জলকপাট ৩৬ ঘণ্টা পর বন্ধ হলো
১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:১১ পিএম
![কাপ্তাই বাধেঁর সব জলকপাট ৩৬ ঘণ্টা পর বন্ধ হলো](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/16/20240916171147_original_webp.webp)
কাপ্তাই হ্রদের পানি কমে আসায় বাঁধের ১৬টি জলকপাট ৩৬ ঘণ্টা পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এরআগে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলি নদীতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।
আজ (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাঁধের জলকপাট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলি জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।
তিনি বলেন, এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮.৩৭ এমএসএল।
বর্তমানে কর্ণফুলি জল বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১৬ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এদিকে, ভারী বৃষ্টিতে রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়িসহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মানবেতর দিন কাটাচ্ছেন পানিবন্দীরা।
প্রসঙ্গত, প্রথম দফায় গত ২৫ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর এই ১৫ দিন ধাপে ধাপে পাঁচ ফুট পর্যন্ত গেইট খোলা হয়েছিলো।
![কাপ্তাই বাধেঁর সব জলকপাট ৩৬ ঘণ্টা পর বন্ধ হলো](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)