ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ জুন, ২০২৪ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
কৃষিপণ্যের সরবরাহ বাড়াতে ১৭টি বন্দর স্থাপনের পরিকল্পনা ফিলিপাইনের
২৩ জুন, ২০২৪ | ১০:০ পিএম
![কৃষিপণ্যের সরবরাহ বাড়াতে ১৭টি বন্দর স্থাপনের পরিকল্পনা ফিলিপাইনের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/23/20240623140736_original_webp.webp)
10 এ লক্ষ্যে ১৭টি নতুন বন্দর তৈরির পরিকল্পনা করছে দেশটি। পরিকল্পনা সফল হলে দেশটিতে খাদ্যদ্রব্যের দামে স্বাভাবিক ধারা বজায় থাকবে।
এ বিষয়ে ফিলিপাইনের কৃষি সচিব ফ্রান্সিসকো টিউ লরেল জুনিয়র এক ব্যবসায়িক ফোরামে বলেন, ‘বন্দর সম্প্রসারণ পরিকল্পনা দেশটির কৃষি খাতকে পুনর্গঠন করতে সহায়তা করবে। চাল, ভুট্টা ও সারের উৎপাদন খরচ কমাতে চাইলে আমাদের আরো বন্দর নির্মাণ করতে হবে।’
ফিলিপাইন এরই মধ্যে ২০২৪ অর্থবছরের জন্য কৃষি বিভাগের জন্য প্রায় ২১ হাজার কোটি পেসো (৩৬০ কোটি ডলার) বরাদ্দ করেছে। ফ্রান্সিসকো টিউ লরেল জুনিয়র বলেন, ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতে আগামী বছরের মধ্যে এ বাজেটের পরিমাণ দ্বিগুণ লক্ষ্য রয়েছে।’