ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:১১ পিএম
অনলাইন সংস্করণ
কোটিপতিদের সংখ্যায় নতুন রেকর্ড, ৩ মাসে প্রায় তিন হাজার বেড়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:১১ পিএম
![কোটিপতিদের সংখ্যায় নতুন রেকর্ড, ৩ মাসে প্রায় তিন হাজার বেড়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/25/20240925151002_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। গত প্রান্তিক মার্চের চেয়ে এ সংখ্যা ২ হাজার ৮৯৪টি বেশি।
জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে।
হালনাগাদ প্রতিবেদেনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে, তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।
তথ্য বলছে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা আমানতের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।
![কোটিপতিদের সংখ্যায় নতুন রেকর্ড, ৩ মাসে প্রায় তিন হাজার বেড়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)