ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৪ | ৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
কোন পথে মধ্যপ্রাচ্য
২৭ অক্টোবর, ২০২৪ | ৮:৪৭ এএম
![কোন পথে মধ্যপ্রাচ্য](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/27/20241027084005_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে ভয়ানক হামলার শিকার হয়েছিল। এর পাল্টা জবাবে গাজায় বিধ্বংসী বোমাবর্ষণ শুরু হয়, যা এখনো চলমান। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চলছে ইসরায়েল-হিজবুল্লাহ হামলা-পাল্টাহামলা। এরই মধ্যে ইসরায়েল গতকাল ইরানে বিমান হামলা চালায়। গত মাসের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের এ পাল্টা হামলা। সব মিলিয়ে অঞ্চলটি আরো একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আল জাজিরার এক প্রতিবেদনে মিডল ইস্ট ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক হাসান মেইমনেহ ইসরায়েলের হামলার মাত্রা ও পরিসর নিয়ে বেশ অবাকই হয়েছেন। যদিও এটিকেই প্রতিশোধমূলক হামলা হিসেবে মানতে তার মন সায় দিচ্ছে না।
আল জাজিরাকে তিনি জানিয়েছেন, যদিও ইরানের ওপর ইসরায়েলের আক্রমণটি প্রত্যাশিতই ছিল। তবে হামলার মাত্রা ও ভবিষ্যতে আরো কী ঘটতে যাচ্ছে, তা এখন দেখার বিষয়।
তিনি বলেন, ‘স্পষ্টভাবেই আরো কিছু ঘটতে যাচ্ছে কিনা তা একান্তই নেতানিয়াহুর মর্জি। কেননা এ অঞ্চলে আমেরিকার প্রশাসন আক্ষরিকভাবেই আজ সবচেয়ে দুর্বল।’
মেইমনেহ জানান, যুক্তরাষ্ট্র গত এক বছরে শক্তির কোনো লক্ষণই দেখাতে পারেনি এবং নেতানিয়াহু যে ছক ধরে এগোতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই তা অনুসরণ করেছেন।
তবে এ মুহূর্তে উত্তেজনার গতিপ্রকৃতি নির্ভর করছে ইরানের ওপর। তারা পাল্টা হামলা চালাবে কিনা তার ওপর নির্ভর করছে এ অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধ ছড়াবে কিনা।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বিশেষজ্ঞ ম্যালকম ডেভিস সিএনএনকে জানান, ইসরায়েলি হামলা ইরানের জন্য বিব্রতকর হলেও তেহরান এবার ‘জোরালো প্রতিশোধ’ নেয়া থেকে বিরত থাকতে পারে। তিনি বলেন, ‘ইসরায়েল যতই তাদের হামলা সীমিত বা সুনির্দিষ্ট রাখুক, তবু এ হামলা ইরানের জন্য অবশ্যই বিব্রতকর। যদি সত্যিই ইরান পাল্টা জবাব দিতে চায়, তাহলে ইসরায়েল তেহরানের নেতাদের লক্ষ্যস্থল করতে পারে।’
মার্কিন থিংক ট্যাংক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি সতর্ক করে বলেন, ‘যদি ইরানের হতাহতদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও থেকে থাকেন, তাহলে ইরান প্রতিক্রিয়া জানানোর জন্য বেশি চাপ অনুভব করবে। যদি এমন হয়, তাহলে আমরা সম্ভবত ইরান ও ইসরায়েলের মধ্যে আরেক দফা হামলা-পাল্টাহামলা দেখতে যাচ্ছি আর দুর্ভাগ্যজনকভাবে সেটি এবারের চেয়ে আরো প্রচণ্ড হবে।’
- ট্যাগ সমূহঃ
- মধ্যপ্রাচ্য
![কোন পথে মধ্যপ্রাচ্য](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)