ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ জুন, ২০২৪ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
কোরবানির কাঁচা মাংস, রান্না করা মাংস ও চামড়া মেট্রোরেলে বহন করা যাবে না
১৪ জুন, ২০২৪ | ৯:০ পিএম
![কোরবানির কাঁচা মাংস, রান্না করা মাংস ও চামড়া মেট্রোরেলে বহন করা যাবে না](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/14/20240614162708_original_webp.webp)
সরকার নির্ধারিত অফিসের নতুন সময়সূচির কারণে পরিবর্তন হয়েছে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান। তিনি বলেন, গত ৬ জুন সরকার থেকে অফিসের সময়সূচি ৯টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন
নতুন সময়সূচি কেমন হবে তা উল্লেখ করে তিনি বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতোই স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে হবে ৮ মিনিট।
আবার বেলা ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এ সময় ১২ মিনিট হেডওয়ে। আবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পিক আওয়ার। এ সময় হেডওয়ে ৮ মিনিট। আবার রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আবার অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ০০ পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ৮টা এক মিনিট থেকে দুপুর ১২টা আট মিনিট পিক আওয়ার। এই সময় হেডওয়ে আট মিনিট। বেলা ১২টা ০৯ মিনিট থেকে দুপুর ৩টা চার মিনিট স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১২ মিনিট। আবার দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে আট মিনিট।
রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১০ মিনিট। তিনি বলেন আগের মতোই সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। ইতিপূর্বে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৭ জুন মেট্রো চলাচল বন্ধ থাকবে। তিনি জানান, শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে হেডওয়ে ট্রেন ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট করা হয়েছে। ভাড়া বৃদ্ধি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়বে কিনা এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না।
এছাড়া কোরবানির পশুর চামড়া, কাঁচা মাংস ও রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। একই সঙ্গে এর আগে আরোপ করা অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
- ট্যাগ সমূহঃ
- মেট্রোরেলে
- কাঁচা মাংস
![কোরবানির কাঁচা মাংস, রান্না করা মাংস ও চামড়া মেট্রোরেলে বহন করা যাবে না](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)