ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ
কোরিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডিসিসিআইর
১৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৪ এএম
![কোরিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডিসিসিআইর](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/14/20250114102437_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দক্ষিণ কোরিয়াকে চামড়া, তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ গতকাল বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।
ডিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাসকীন আহমেদ কোরিয়ার বিনিয়োগ আরও বৃদ্ধি করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নে কোরিয়ার সহযোগিতা কামনা করেছেন। তিনি বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পের প্রযুক্তিগত উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন। ডিসিসিআই সভাপতি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগকারী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থান তৃতীয়, যেখানে কোরিয়া ১৫৬ কোটি ডলার বিনিয়োগ করেছে।
রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সহজ ভিসা প্রদান, দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া, বিডার সেবা প্রদান প্রক্রিয়া উন্নত করা, করপোরেট করহার সহনীয় পর্যায়ে রাখা এবং লজিস্টিক খরচ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশে ইলেকট্রনিকস, মোবাইল, অটোমোবাইল এবং তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।
ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতা ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া, ডিসিসিআইয়ের সহসভাপতি সালিম সোলায়মানসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ বৈঠকটি বাংলাদেশের কোরিয়া সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।