ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:২৬:২৮ এএম

ক্রিপ্টােকারেন্সির বাজার উর্ধ্বমুখী

৯ ডিসেম্বর, ২০২৪ | ৮:০ পিএম

ক্রিপ্টােকারেন্সির বাজার উর্ধ্বমুখী

ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দুর্দান্ত পারফর্ম করেছে বিটকয়েন। তবে বিটকয়েনকে ছাপিয়ে গিয়েছে একাধিক ক্রিপ্টােকারেন্সি বা অল্টকয়েন। এক্সআরপি থেকে সোলানা, বিভিন্ন ক্রিপ্টােকারেন্সি চমকপ্রদ বৃদ্ধি দেখা গিয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকে বিটকয়েনে ৫১ শতাংশের আকর্ষণীয় বৃদ্ধি দেখা গিয়েছে। প্রথমবারের মতো ১ লাখ ডলারের মাইলফলক অতিক্রম করে বিটকয়েন। ভবিষ্যতেও এই বৃহত্তম ক্রিপ্টোকারেন্সিটির বুল রান অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীদের একটি বড় অংশের মধ্যে বর্তমানে বিটকয়েন ক্রয় করার প্রবণতা বেড়েছে। তবে, আকর্ষণীয় পারফর্ম্যান্সের কারণে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে অন্য ক্রিপ্টােকারেন্সিগুলো।

 

পরিসংখ্যান অনুসারে, বর্তমানে সেরা পারফর্মার হিসাবে উঠে এসেছে এক্সআরপি। ট্রাম্পের জয়ের পর এই ক্রিপ্টোকারেন্সিটি ৩৭৫ শতাংশের বৃদ্ধি পেয়েছে। এক্সআরপিতে বিরল গোল্ডেন ক্রস দেখা গিয়েছে এবং এর উত্থান অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

 

এক্সআরপির পাশাপাশি আরেকটি জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি কারদানোরও দুর্দান্ত উত্থান দেখা গিয়েছে। ক্রিপ্টোকারেন্সিটি একই সময়ে ২৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মিমকয়নের পারফর্ম্যান্সেও চমক দেখা গিয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে মিমকয়েনের প্রতি বাড়তে থাকা অগ্রহের মধ্যে ডজকয়েনের ১৮১ শতাংশ বৃদ্ধি দেখা যায়। ডজকেয়েন অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। তবে, বৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে নেই ইথেরিয়াম ও সোলানার মত জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলোও। এই ডিজিটাল মুদ্রাগুলােয় স্থিতিশীল বৃদ্ধি দেখা গিয়েছে। ইথেরিয়াম বেড়েছ ৬৪ শতাংশ, সোলানা ৫১।

 

অন্যান্য ক্রিপ্টো টোকেনের মধ্যে হেদেরা ও স্টেলার বেড়েছে যথাক্রমে ৫৮৪ ও ৪৩৩ শতাংশ। এই দুই ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে রয়েছে। আইওটিএ, ভিচেইন ও স্যান্ডবক্সের মতো উদীয়মান অল্টকয়েনগুলোয় ২৫০ থেকে ৩৬০ শতাংশ উত্থান দেখা গিয়েছে।

 

এ কারণে বিনিয়োগকারীরা বিটকয়েনের বাইরে অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের চিন্তা করছেন। বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সির বাজারে বিনিয়োগকারীদের একটি বড় অংশের মধ্যে অল্টকয়েনের প্রতি বাড়তি আকর্ষণ দেখা যাচ্ছে।

ক্রিপ্টােকারেন্সির বাজার উর্ধ্বমুখী