ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫২ এএম
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটি গঠন করেছে, যার উদ্দেশ্য হলো ঋণগ্রহীতাদের ক্ষতিগ্রস্ত ব্যবসা ও প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং তাদের লাভজনক পর্যায়ে উন্নীত করে ঋণ আদায় নিশ্চিত করার জন্য নীতি-সহায়তা প্রদান। কমিটি সঠিকভাবে যাচাই করবে যে, নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রকৃতভাবে ক্ষতির মুখে পড়েছেন কিনা এবং ব্যবসা পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সচল করা সম্ভব কিনা।
বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, কমিটি ঋণগ্রহীতাদের ব্যবসা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে এবং ঋণগুলো অন্তর্ভুক্ত হবে, যেগুলো ৫০ কোটি টাকার বেশি এবং নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে।
কমিটির সদস্যরা হচ্ছেন: বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালক মেজবাহ-উল-হক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, অর্থনীতিবিদ মামুন রশীদ, হক বে থেকে বাণিজ্য প্রতিনিধি আবদুল হক, এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সৈয়দ শাহরিয়ার আহসান।
এছাড়া, কমিটির কাজ শেষ করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে, মাসে সর্বোচ্চ দুইবার বৈঠক করার জন্য সদস্যদের পারিতোষিক দেওয়া হবে।
এ পদক্ষেপটি গত কয়েক বছর ধরে চলমান বিভিন্ন অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে, যেখানে কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা দেশীয় অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।