ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৩৫:৪৯ পিএম

খাদ্য সংকটে স্বস্তি: ফিলিস্তিনে ১৭০ মেট্রিক টন খাদ্য সহায়তা

১৮ মে, ২০২৪ | ১২:৪২ পিএম

খাদ্য সংকটে স্বস্তি: ফিলিস্তিনে ১৭০ মেট্রিক টন খাদ্য সহায়তা

যুক্তরাষ্ট্র নির্মিত একটি অস্থায়ী বন্দরে মানবিক সহায়তার একটি বড় চালান পৌঁছেছে গাজা উপকূলে। এই চালানের মাধ্যমে ৩৩ হাজারের বেশি মানুষ উপকৃত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। 

 

এক্সে বাইডেন জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা (ইউএসএআইডি)-তে আমাদের অংশীদাররা ১১ হাজার অতি ঝুঁকিপূর্ণ শিশু ও বয়স্কদের সহায়তার জন্য ১৭০ মেট্রিক টন পুষ্টিসমৃদ্ধ খাবার সরবরাহ করতে এই করিডোর ব্যবহার করছে। এতে ৩৩ হাজারেরও বেশি মানুষের জন্য প্রস্তুত থেরাপিউটিক খাবার, আশ্রয়, বিশুদ্ধ জল এবং স্বাস্থ্যসামগ্রীর সরবরাহ রয়েছে।’



বাইডেন আরও জানান, গাজায় স্থলপথে আরও বেশি সহায়তা পৌঁছাতে ইসরায়েলের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

খাদ্য সংকটে স্বস্তি: ফিলিস্তিনে ১৭০ মেট্রিক টন খাদ্য সহায়তা