ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০২:২৬ এএম

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে

১৬ নভেম্বর, ২০২৪ | ১২:২৩ পিএম

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে

ছবি: সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম ১০-২০ টাকা কমেছে। শীতকালীন সবজি বাজারে আসাতে সবজির বাজারে একটু স্বস্তি ফিরেছে। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও সবজির দাম এখনও সহনীয় পর্যায়ে আসেনি।

 

আজকের বাজারে নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা, টমেটোর কেজি ১০০-১২০ টাকা, গাজর ১০০ টাকা, শিম ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৭০-৮০ টাকা, শসা ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, মুলা ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটোল ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা কেজি, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, সিম ৮০ টাকা,ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

আর মানভেদে প্রতিটি লাউ ৫০-৬০ টাকা, চাল কুমড়া ৬০-৭০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা করে।

 

বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু,পেয়াজ। নতুন আলু ১২০ টাকা, পুরাতন আলু ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেয়াজ ১১০ টাকা, দেশি পেয়াজ ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, কক মুরগি ২৮৮-২৯৮ টাকা, সোনালী মুরগি ২৮০-২৯০ টাকা, দেশি মুরগি ৫০০-৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

 

ত্রেতারা বলছেন, বাজারে সুষ্ঠু মনিটরিং হচ্ছে না। দিনের পর দিন বাজারের এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রশাসনের নজরদারি থাকলেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন তারা।

 

সবজী ব্যবসায়ী জানান, শীতের সবজির সরবরাহ বাড়ছে। আগামী মাস থেকে আরও সরবারহ বাড়বে। দামও আরও কমে আসবে।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে