ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:১৮:১৬ পিএম

গম রফতানিতে ১ কোটি ৬০ লাখ টনের কোটা নির্ধারণ রাশিয়ার

২৮ ডিসেম্বর, ২০২৪ | ৩:১৭ পিএম

গম রফতানিতে ১ কোটি ৬০ লাখ টনের কোটা নির্ধারণ রাশিয়ার

ছবি: সংগ্রহ

পূর্বাভাসের তুলনায় কিছুটা কম রফতানি কোটা নির্ধারণ করেছে রাশিয়া। দেশটি আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টন গম রফতানির অনুমতি দিয়েছে। যদিও এর আগে ১ কোটি ১০ লাখ টন কোটা নির্ধারণ করা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। 


তবে রুশ ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত কোটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট। কারণ রাশিয়া ডিসেম্বর-জুন প্রায় ১ কোটি ৭০ লাখ থেকে ২ কোটি টন গম রফতানি করতে পারে।


এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের তথ্যানুযায়ী, রাশিয়া ২০২৪-২৫ বিপণন বর্ষে (জুলাই-জুন) মোট ৪ কোটি ৫০ লাখ টন গম রফতানি করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা গত মৌসুমের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম। গত বিপণন বর্ষে ৫ কোটি ৪৭ লাখ টন গম রফতানি করা হয়েছিল।

 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসের শুরুতে তুষারপাত ও খরায় ফসল উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে রফতানি কমে গেছে।

 

কমোডিটি ইনসাইটসের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে রাশিয়ার গম উৎপাদন ৮ কোটি ১৬ লাখ টনে নেমে এসেছে, যা গত বছরের তুলনায় প্রায় এক কোটি টন কম।

 

গম রফতানিতে কোটা নির্ধারণ করলেও বার্লি, রাই ও ভুট্টা রফতানির অনুমতি দেয়নি রুশ কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারি-জুন মোট ২ কোটি ৮০ লাখ টন শস্য রফতানির অনুমতি দেয়া হয়েছিল। তখন এর মধ্যে নির্দিষ্ট কোনো শস্যের নাম উল্লেখ করা হয়নি।

 

কৃষি খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের কৌশলের অংশ হিসেবে রফতানি কোটা প্রয়োগ করছে রাশিয়া। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে এ কৌশল নিয়েছে দেশটি। প্রতিটি শস্য কোম্পানির আগের বছরের রফতানি হিস্যার ভিত্তিতে কোটা বরাদ্দ করা হয়েছে। ফলে শীর্ষ রফতানিকারকরা রফতানি কোটার সবচেয়ে বড় হিস্যা পেয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী বছর রফতানি কোটা বরাদ্দের তালিকা ও শতাংশ কমে আসবে।

গম রফতানিতে ১ কোটি ৬০ লাখ টনের কোটা নির্ধারণ রাশিয়ার