ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৪২:৩৩ এএম

গাজীপুর শিল্পাঞ্চলে হঠাৎ অস্থিরতা, নেপথ্যে তৃতীয় পক্ষ

১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩১ এএম

গাজীপুর শিল্পাঞ্চলে হঠাৎ অস্থিরতা, নেপথ্যে তৃতীয় পক্ষ

ছবি: সংগ্রহীত

অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে আশুলিয়ার শিল্পাঞ্চল। বন্ধ কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নিয়মমাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা যায়।

 

 

গতকাল সোমবার রাতে গার্মেন্টস মালিক-শ্রমিক পক্ষ ও যৌথবাহিনীর বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানানো হয়, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী-পুরুষ বৈষম্য না করে; যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে- এমনটাও জানান বিজিএমইএ’র নেতারা।

 

 

এছাড়া, টিফিনে আগের বরাদ্দের সঙ্গে বাড়তি ১০ টাকা যুক্ত হবে। আর হাজিরা বোনাস হিসাবে প্রতি মাসে বেতনের সঙ্গে দেওয়া হবে ২২৫ টাকা।

গাজীপুর শিল্পাঞ্চলে হঠাৎ অস্থিরতা, নেপথ্যে তৃতীয় পক্ষ