ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরে টিসিবির ৩৯ বস্তা চাল-ডাল জব্দ
৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:১০ পিএম

ছবি: সংগ্রহ
গাজীপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় (টিসিবির) ৩৯ বস্তা চাল-ডালসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ।
জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, টিসিবির পণ্য বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানে যাই।
এ সময় স্থানীয় কুমুনবাজার এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আশপাশের হুমায়ুনের ভাঙাড়ি দোকান থেকে টিসিবির ৩৬টি খালি বস্তা ও ২৪টি প্লাস্টিকের বস্তায় ভর্তি চাল (ওই খালি বস্তার চাল), পার্শ্ববর্তী ডেকোরেটরের দোকান থেকে সাত বস্তা চাল ও একটি অটোরিক
শা করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় সাত বস্তাসহ ৩৮ বস্তা চাল এবং এক বস্তা ডাল জব্দ করা হয়েছে। তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে টিসিবির পণ্যগুলো রাখা ও বিক্রির সঙ্গে প্রাথমিকভাবে বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মঞ্জুর আলী, ব্যবসায়ী হুমায়ুন ও এক ডিলারের সম্পৃক্ততা পাওয়া গেছে। জব্দকৃত পণ্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
