ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:২৬:০৯ পিএম

গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

১০ নভেম্বর, ২০২৪ | ১০:৩৯ এএম

গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ছবি: সংগ্রহীত

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকরা আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন, ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই আন্দোলন রাতভর চলেছে এবং এখন পর্যন্ত মহাসড়কে যানজটের কারণে যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত লোক লাঠিসোটা নিয়ে যোগ দিয়েছেন। এর ফলে যানজট আরও তীব্র হয়ে উঠেছে। অনেক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে, যার মধ্যে পচনশীল পণ্যও রয়েছে। যাত্রীবাহী বাস থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে বা বিকল্প উপায় খুঁজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।

 

 

মাওনা চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী, আব্দুল কাদির, জানান, তিনি ঢাকা যেতে চান কিন্তু জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বাস ভাড়া ১৫০ টাকা দাবি করছে। অন্য বাসগুলো জানাচ্ছে যে, রাজেন্দ্রপুর পর্যন্ত যেতে পারবে, বাকি রাস্তা যানজটে আটকা পড়েছে।

গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট