ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৪ | ৫:৫০ এএম
অনলাইন সংস্করণ
গোপীবাগে ট্রেন লাইনচ্যুত, সুন্দরবন এক্সপ্রেস আটকা
২৫ অক্টোবর, ২০২৪ | ৫:৫০ এএম
![গোপীবাগে ট্রেন লাইনচ্যুত, সুন্দরবন এক্সপ্রেস আটকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/24/20241024160056_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকার গোপীবাগে নারায়ণগঞ্জগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন।
তিনি বেলা ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনটি উদ্ধার করে লাইন সচল করার চেষ্টা করা হচ্ছে। এখনও কাজ চলছে।
“ট্রেন লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো লাইন ক্লিয়ার হবে। তখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালানো হবে।” খুলনাগামী ‘সুন্দরবন একপ্রেস’ ট্রেনটি গত বছর থেকে পদ্মা সেতু হয়ে চলাচল করে আসছে ৃ
![গোপীবাগে ট্রেন লাইনচ্যুত, সুন্দরবন এক্সপ্রেস আটকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)