ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:২১ এএম
অনলাইন সংস্করণ
গ্যাস সংকট মোকাবিলায় জোর দিচ্ছে সরকার
২৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:২১ এএম
![গ্যাস সংকট মোকাবিলায় জোর দিচ্ছে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/23/20241223110701_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় গ্রিডে গ্যাস সংযোজন ও গ্যাস কূপ খননের পাশাপাশি এলএনজি আমদানি কমানোর পরিকল্পনা নিয়েও কাজ করছে। এসব উদ্যোগের অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের তিনটি প্রকল্প উপস্থাপন করা হবে।
আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য একনেক সভায় এসব প্রকল্প উপস্থাপন করা হবে। একনেক চেয়ারপারসন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মোট ১৫টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের তিনটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮১০ কোটি ২৬ লাখ টাকা।
ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প। রশিদপুর-১১ নম্বর কূপ খনন প্রকল্প। ২ডি সিসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ অ্যান্ড ৯ প্রকল্প। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে পদক্ষেপ নেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০২৮ সালের মধ্যে ১০০টি গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে, জাতীয় গ্রিডে নতুন গ্যাস যুক্ত করে এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমানো হবে।
পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, "গ্যাস সংকট মোকাবিলায় আপাতত এলএনজি আমদানি করা হচ্ছে। তবে সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার বাস্তবায়নে দুই থেকে আড়াই বছর সময় লাগবে।"
একনেক সভায় উপস্থাপিত অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য চিলমারীতে নদী-বন্দর নির্মাণ প্রকল্প। আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প। কুমিল্লায় টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প।
মৌলভীবাজারের লাঠিটিলা বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি একনেকে বাতিলের জন্য প্রস্তাব করা হয়েছে।
বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ প্রমাণ করে যে, তাৎক্ষণিক চাহিদা পূরণে এলএনজি আমদানির পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই সমাধানের পথে হাঁটছে সরকার। এই প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন গ্যাস সরবরাহ স্থিতিশীল করার পাশাপাশি শিল্প খাতের উৎপাদনশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
![গ্যাস সংকট মোকাবিলায় জোর দিচ্ছে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)