ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৪ | ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ
গ্যাসের সংকটে বিপর্যয় শিল্পখাত, ব্যবসায় মন্দা
২৫ নভেম্বর, ২০২৪ | ১২:১০ পিএম
![গ্যাসের সংকটে বিপর্যয় শিল্পখাত, ব্যবসায় মন্দা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/25/20241125121209_original_webp.webp)
ছবি: সংগ্রহ
শিল্প খাতের জন্য অবিচ্ছিন্ন উৎপাদন কার্যক্রম নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে ব্যবসায়ীরা এ দাবি জানান।
তারা অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে অব্যবস্থাপনা ও এই খাতে 'চুরির' কারণে শিল্প খাতে জ্বালানি ব্যয় কমেছে, যা শিল্প প্রবৃদ্ধি স্থবির বা হ্রাসের ইঙ্গিত দেয়। এর ফলে শিল্প খাত কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা হারাচ্ছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
'শিল্প খাতে জ্বালানি সংকট নিরসনের উপায়' শীর্ষক সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান জ্বালানি সংকটের প্রকৃত সমাধান নবায়নযোগ্য জ্বালানিতে রয়েছে বলে মন্তব্য করেন। তিনি জানান, সরকার এই সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্ল্যান্ট স্থাপনের জন্য বিজ্ঞাপন দেবে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্ল্যান্ট স্থাপনে জমির অভাব একটি ভ্রান্ত ধারণা। তিনি ব্যবসায়ীদের জানান, ভোলার সম্প্রতি আবিষ্কৃত গ্যাস ঢাকায় নিয়ে আসার জন্য সরকার ডিসেম্বর মাসে একটি উন্মুক্ত দরপত্র আহ্বান করবে।
তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতির প্রধান সমস্যা প্রতিযোগিতা এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় অপচয়। সাধারণত সরকারি খাতে ব্যবসা করতে হলে মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক রাখতে হতো বলে জানান তিনি।
আমরা ব্যবসার জন্য প্রতিযোগিতামূলক শর্তগুলো সহজ করে দিয়েছি উল্লেখ করে তিনি জানান, সরকার জ্বালানি আমদানিতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় করেছে।
বিসিআই সভাপতি আনোয়ারুল আলম পারভেজ জানান, ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে শিল্প প্রবৃদ্ধি ১০ দশমিক ২৯ শতাংশ থেকে ৬ দশমিক ৬৬ শতাংশে নেমে এসেছে। এপ্রিল-জুন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ দশমিক ৯৮ শতাংশ।
তিনি বলেন, এফডিআই (সরাসরি বৈদেশিক বিনিয়োগ) জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১৫ শতাংশ কমে ৩০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং রপ্তানি আয় ২০২২-২৩ অর্থবছরের ৪৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরে ৪০ দশমিক ৮১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
খরচ বৃদ্ধি সংকটকে আরও জটিল করে তুলছে উল্লেখ করে তিনি জানান, গ্যাসের দাম পাঁচ বছরে ২৮৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে, বিদ্যুৎ, ডিজেল ও পরিবহন খরচ যথাক্রমে ৩৩ দশমিক ০৫ শতাংশ, ৬৮ শতাংশ এবং ৫০ শতাংশ বেড়েছে।
তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ২০০টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বন্ধের ঝুঁকিতে রয়েছে আরও ৩০০টি।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যান জানেন্দ্র নাথ সরকার বলেন, ডিসেম্বর মাসে একটি অফশোর-বিডিং টেন্ডার খোলা হবে এবং আগামী বছরের শুরুতেই বিশ্বের নাম করা জ্বালানি কম্পানির সঙ্গে অফশোরের গ্যাস নিয়ে চুক্তি স্বাক্ষর করতে পারব বলে আশা করি।
বক্তারা গ্যাস চুরির বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান এবং শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বাড়াতে জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন।
![গ্যাসের সংকটে বিপর্যয় শিল্পখাত, ব্যবসায় মন্দা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)