ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৬:২৭ পিএম

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মায়ানমার ও ভারত থেকে আমদানি করা চাল

২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:১১ এএম

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মায়ানমার ও ভারত থেকে আমদানি করা চাল

ছবি: সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার  মেট্রিক টন আতপচাল   নিয়ে mv ATN VICORY এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv BMC PANDORA জাহাজ দুটি  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।  

 

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, মায়ানমার ও ভারত থেকে এই চালের আমদানি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, বিশেষ করে চলমান সংকটের মধ্যে দেশের চালের বাজারে সরবরাহ বৃদ্ধি করবে।

 

বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, চালের এই চালানটি এখন বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নিরাপদে আনলোড করা হচ্ছে এবং এটি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

 

চাল আমদানির এই নতুন চালানটির আগমন দেশের খাদ্যশস্য সরবরাহে সাহায্য করবে এবং বাজারে চালের দাম কিছুটা স্থিতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মায়ানমার ও ভারত থেকে আমদানি করা চাল