ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০০:৪৬ পিএম

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৮ এএম

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ

ছবি: সংগ্রহ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে পূর্ববর্তী সরকারের করা গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাঠিয়েছেন।

 

নোটিশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষকে চুক্তি বাতিলের অনুরোধ জানানো হয়েছে। এটি পাঠানো হয়েছে বাংলামার্ক করপোরেশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে।

 


নোটিশে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কনটেইনার ডিপোগুলো পরিচালনায় দেশীয় দক্ষ কনটেইনার হ্যান্ডলিং অপারেটরদের উপেক্ষা করে পাবলিক টেন্ডার ছাড়াই গোপন চুক্তির মাধ্যমে বিদেশি অপারেটরদের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। এই চুক্তিকে অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।

 


নোটিশে আরও বলা হয়েছে, যদি সরকার বিদেশি বিনিয়োগে আগ্রহী হয়, তবে নতুন বন্দর এবং সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণে পাবলিক টেন্ডারের মাধ্যমে বৈধভাবে বিনিয়োগ আহ্বান করা উচিত।

 

এই নোটিশের মাধ্যমে দাবি করা হয়েছে যে, চুক্তি বাতিল না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ