ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৪ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
চলতি বছর বিশ্ববাজারে আরো বাড়তে পারে স্বর্ণের দাম
৩১ আগস্ট, ২০২৪ | ৮:৩০ পিএম
![চলতি বছর বিশ্ববাজারে আরো বাড়তে পারে স্বর্ণের দাম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/31/20240831160159_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আন্তর্জাতিক বাজারে চলতি বছর এ পর্যন্ত স্বর্ণের দাম ২১ শতাংশেরও বেশি বেড়েছে। ২০ আগস্ট মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ২ হাজার ৫৩১ ডলার ৬০ সেন্টে পৌঁছেছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) অচিরেই সুদহার কমানোর প্রত্যাশা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে। তাই চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম সাম্প্রতিক রেকর্ড সর্বোচ্চ অবস্থান ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া সম্প্রতি ডলারের বিনিময় হারও কমছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের ক্রয়ও বাড়িয়েছে। বিশ্লেষকরা জানান, এসব কারণও স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে ভূমিকা রাখবে।
আরও পড়ুন
দুবাইভিত্তিক প্রাইম ব্রোকারেজ ফার্ম এসটিপি পার্টনার্সের প্রধান নির্বাহী টনি হলসাইড বলেন, ‘বর্তমান সময়ে একাধিক কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত, ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি শিথিলের আশা স্বর্ণকে ব্যবসায়ীদের জন্য আরো আকর্ষণীয় বিনিয়োগ খাত হিসেবে গড়ে তুলতে পারে।’
বিশ্ববাজারে বুলিয়ন চলতি বছর একটি ধারাবাহিক রেকর্ড স্থাপন করেছে। এতে প্রমাণ হয় অন্যান্য পণ্যের তুলনায় স্বর্ণের বাজার বেশি শক্তিশালী। সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের প্রথমার্ধে বুলিয়নের দাম বাড়ার উল্লেখযোগ্য কারণ হলো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ও এশিয়ার দেশগুলোয় ঊর্ধ্বমুখী ক্রয়।
এছাড়া স্বর্ণের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদাও বাড়তে পারে। ২৩ আগস্ট একটি নোটে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপ জানায়, ৬-১২ মাসের মধ্যে ইটিএফের প্রবাহ ‘উল্লেখযোগ্য’ হারে বাড়বে।
নূর ক্যাপিটালের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট মোহাম্মেদ হাসাদ বলেন, ‘মূল্যস্ফীতির তথ্য, বিশেষ করে ব্যক্তিগত ভোগ-বিলাসের মূল্যসূচক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। কারণ এসব তথ্যের ওপর ব্যংকের সুদহার কমানোর পদক্ষেপ নির্ভর করবে।’
তিনি আরো বলেন, ‘মার্কিন ডলারের মূল্য স্বর্ণের মূল্য বাড়া বা কমার একটি গুরুত্বপূর্ণ কারণ। ডলারের বিনিময় হার কমে গেলে অন্যান্য দেশের বিনিয়োগকারীরা তুলনামূলক কম দামে স্বর্ণ কিনতে পারবেন। এতে চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। বাজারের মনোভাব, বিনিয়োগকারীদের চাহিদা, উন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবণতা ও বিভিন্ন অনিশ্চয়তা বছরজুড়ে স্বর্ণের দামকে প্রভাবিত করবে।’
হটটু ট্রেড ডট কমের বিশ্লেষক কনর উডসের মতে, চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম সহজেই আউন্সপ্রতি ৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছতে পারে।
- ট্যাগ সমূহঃ
- স্বর্ণ
![চলতি বছর বিশ্ববাজারে আরো বাড়তে পারে স্বর্ণের দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)