ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ
চলতি মাসেই বেক্সিমকোর শ্রমিকেরা পাওনা পাবেন: শ্রম উপদেষ্টা
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৪ এএম
![চলতি মাসেই বেক্সিমকোর শ্রমিকেরা পাওনা পাবেন: শ্রম উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/13/20250213101352_original_webp.webp)
ছবি: সংগ্রহ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তিনি জানান, রোজার আগেই সকল পাওনা পরিশোধের লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এসময় তিনি বলেন, বেক্সিমকো অ্যাপারেল-এর উৎপাদন বন্ধ হওয়ার পর শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা করা হচ্ছে।
উপদেষ্টা জানান, নতুন প্রশাসক এসেছেন এবং তিনি হিসাব যাচাই করে পাওনার পরিমাণ নির্ধারণ করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি আবারও একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে পাওনা পরিশোধের জন্য প্রয়োজনীয় টাকা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “সব ব্যাংকের এমডি আসবেন এবং তারা যথাযথ টাকা ব্যবস্থাপনা করে শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাবেন। আশা করি, রোজার আগেই শ্রমিকরা তাদের পাওনা পাবেন।”
বর্তমানে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২৭ হাজার শ্রমিক কাজ করছেন, এবং তাদের প্রত্যেকের পাওনা পরিশোধ করা হবে। তবে কত পরিমাণ টাকা পরিশোধ করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
এছাড়া, শ্রম উপদেষ্টা আরও বলেন, নতুন প্রশাসক এখনও পুরো হিসাব গ্রহণ করতে পারেননি, তাই ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে।
শ্রম উপদেষ্টা বলেন, “এখানে অনেক সম্ভাবনা রয়েছে, হয়তো অর্থ বিভাগ থেকে অর্থ পাওয়া যাবে অথবা শেয়ার বিক্রির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হতে পারে।” এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
![চলতি মাসেই বেক্সিমকোর শ্রমিকেরা পাওনা পাবেন: শ্রম উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)