ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:১৩:২৫ পিএম

চালের বাজার আরো বেসামাল

২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম

চালের বাজার আরো বেসামাল

ছবি: সংগ্রহ

দেশে চালের বাজার আরো বেসামাল হয়ে পড়েছে। এ সপ্তাহে নতুন করে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। চিকন চাল নাজিরশাইল কেজি ৯০ টাকা ছাড়িয়েছে এবং মোটা চালের কেজি ৫৮ থেকে ৬০ টাকা হয়েছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে কেজি প্রতি চিকন চালের দাম বেড়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ, মাঝারি মানের চালের দাম বেড়েছে ৫ দশমিক শুন্য ৪ শতাংশ এবং মোটা চালের দাম বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ যে চাল গরিব খায়-সেই মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

 

অপরদিকে টিসিবির তথ্যে আরো উল্লেখ করা হয়েছে, গত এক বছরের ব্যবধানে কেজি প্রতি চিকন চালের দাম বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ, মাঝারি মানের চালের দাম বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ এবং মোটা চালের দাম বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।

 

চালের বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতিকেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায় আর নাজিরশাইল মানভেদে ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগে মিনিকেট ৭২ থেকে ৮০ এবং নাজিরশাইলের কেজি ৮০ থেকে ৮৫ টাকা ছিল। এছাড়া মাঝারি বা ব্রি-২৮ ও পায়জাম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। এছাড়া মোটা বা গুটি স্বর্ণা জাতের চালের কেজি কিনতে ক্রেতাকে গুণতে হবে ৬০-৬২ টাকা। মোটাদাগে বাজারে এই দামের নিচে কোনো চাল নেই। যদিও একমাস আগে মোটা চালের কেজি ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হয়েছিল।

 

চালের বিক্রেতারা জানিয়েছেন, কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানিসহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। এক মাস ধরে মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে ৪ থেকে ৬ টাকা বেড়েছে।

চালের বাজার আরো বেসামাল