ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জুন, ২০২৪ | ৯:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
চিনি রফতানির অনুমতি দিতে পারে ভারত
২ জুন, ২০২৪ | ৯:০ এএম
![চিনি রফতানির অনুমতি দিতে পারে ভারত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/02/20240602085930_original_webp.webp)
ব্যবসায়ীদের আগামী বিপণন বর্ষে (২০২৪-২৫) নিষেধাজ্ঞা উঠিয়ে চিনি রফতানির অনুমতি দিতে পারে ভারত। আখ রোপণ ও ফলনের ওপর ভিত্তি করে ভোগ্যপণ্যটি রফতানির অনুমতি দেবে ভারত সরকার। সম্প্রতি শিল্পসংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রের দেয়া তথ্যানুযায়ী, ভারত আগামী বিপণন বর্ষে ১০ লাখ টন চিনি রফতানির আশা করছে। তবে এক্ষেত্রে দেশের চাহিদা ও ইথানল উৎপাদনের জন্য প্রয়োজনীয় মজুদের পর অতিরিক্ত চিনি রফতানির অনুমতি দেয়া হবে। সূত্র বলে, ‘উদ্বৃত্ত মজুদ পাওয়া গেলে চিনি রফতানির অনুমতি দেয়া যেতে পারে।’
এদিকে ভারতে ২০২৪-২৫ বিপণন বর্ষে চিনির উৎপাদন কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্যসংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশটিতে তিন কোটি টন চিনি উৎপাদন হবে। এর উৎপাদন কমে যাওয়ার পেছনে প্রধান প্রভাবক হিসেবে রয়েছে ভারতের কর্ণাটকে কম আখ রোপণ।
ভারতে চলতি ২০২৩-২৪ বিপণন বর্ষ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। দেশটি চলতি বিপণন বর্ষের মে মাস পর্যন্ত মোট ৩১ কোটি ৫০ লাখ টন চিনি উৎপাদন করেছে। এ বিপণন বর্ষে মোট উৎপাদন ৩১ কোটি ৮০ লাখ টনে পৌঁছাতে পারে। দেশটির চলতি বিপণন বর্ষে চিনি উৎপাদনের পরিমাণ গত বিপণন বর্ষের তুলনায় কমে যাবে। এর আগে ভারত মোট ৩২ কোটি ৮০ লাখ টন চিনি উৎপাদন করেছিল।
চিনি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিলের পরই ভারতের অবস্থান। বর্তমানে দেশটিতে ভোগ্যপণ্যটি রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার। ভারত প্রাথমিকভাবে বাংলাদেশ, শ্রীলংকার মতো প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যে চিনি রফতানি করে থাকে।
![চিনি রফতানির অনুমতি দিতে পারে ভারত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)