ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:২৩:০০ এএম

চীনভিত্তিক ব্যবসায়ীদের প্রতি খোলা চিঠি, বিনিয়োগের আহ্বান বিডা প্রধানের

২৬ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম

চীনভিত্তিক ব্যবসায়ীদের প্রতি খোলা চিঠি,  বিনিয়োগের আহ্বান বিডা প্রধানের

ছবি: সংগ্রহ

বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিতে চীনভিত্তিক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

 

এক ‘খোলা চিঠি’তে তিনি বলেন, মার্কিন নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যেসব চীনভিত্তিক ব্যবসায়ী তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর বা বৈচিত্র আনতে আগ্রহী তাদের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে প্রস্তুত।

 

প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ”খোলা চিঠিতে বিডাপ্রধান আশিক চৌধুরী বলেন, ‘মার্কিন নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে চীনভিত্তিক ব্যবসায়ীদের জন্য শুল্ক ও শুল্কহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে, আমরা চীনের বিনিয়োগকারী বন্ধুদের আহ্বান জানাই। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সমর্থন জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’।”

 

বাংলাদেশের তৈরি পোশাক, ইলেকট্রনিক্স, সোলার ভ্যালু চেইন ও অটোমোটিভের মত শিল্পকে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরে আশিক চৌধুরী বলেন, “আমরা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় প্রণোদনা কর্মসূচি এবং সুবিধাসহ বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

বিডার নির্বাহী চেয়ারম্যান গত অক্টোবরে বহুজাতিক ও স্থানীয় কোম্পানির অন্তত ২০০ জন প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছেন। ডনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের অধীনে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে আশা তার।

 

আশিক চৌধুরী বলেন, “আমরা ইতোমধ্যে চীনভিত্তিক ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ঝুঁকি এবং উৎপাদন বৈচিত্রময় করার ক্ষেত্রে ব্যাপক আগ্রহের কথা জানতে পেরেছি।”

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার এবং ২০২২ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) বৃহত্তম উৎস হয়ে উঠে। নতুন ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এ প্রবণতা বাড়বে বলে আশার কথা তুলে ধরেছেন বিডা প্রধান।

 

খোলা চিঠিতে তিনি বলেন, “বিনিয়োগ ব্যাংকার হিসেবে গত এক দশক ধরে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণ আমি পর্যবেক্ষণ করে আসছি। এর আগে তাদেরকে সমর্থন জানানোর সৌভাগ্য আমার হয়েছিল। নতুন মার্কিন রাজনৈতিক ল্যান্ডস্কেপে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”

চীনভিত্তিক ব্যবসায়ীদের প্রতি খোলা চিঠি,  বিনিয়োগের আহ্বান বিডা প্রধানের