ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৩৩:১৬ এএম

চীনের রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ

১৫ জানুয়ারি, ২০২৫ | ৫:১২ পিএম

চীনের রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ

ছবি: সংগ্রহ

২০২৪ সালের ডিসেম্বর মাসে চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা গত নভেম্বরের ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি। এ বৃদ্ধির পেছনে কিছু কৌশলগত কারণ রয়েছে, বিশেষ করে ২০২৫ সালের শুরুতে চীনের পণ্যে শুল্ক বৃদ্ধির আশঙ্কা এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য দ্রুত পণ্য মজুত করার প্রবণতা।

 

 

চীনের সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে রপ্তানির বৃদ্ধি ১০ দশমিক ৭ শতাংশ হলেও, রয়টার্সের অর্থনীতিবিদদের জরিপ অনুযায়ী তারা ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। এর ফলে চীনের বাণিজ্যিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে, যদিও দেশটির অর্থনীতি নানা চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন আবাসন খাতের সংকট এবং ভোক্তাদের আত্মবিশ্বাসের অভাব।

 

 

একই সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের বিবাদও রপ্তানি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। ইইউ চীনের তৈরি বৈদ্যুতিক গাড়িতে ৪৫ দশমিক ৩ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে, যা চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে।

 

 

ডিসেম্বর মাসে রপ্তানি বৃদ্ধির আরেকটি কারণ হিসেবে নববর্ষের উৎসবের আগমন উল্লেখ করা হয়েছে। চীনে ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নববর্ষ উদ্‌যাপিত হবে, এবং এই সময়ের জন্য পণ্য উৎপাদকরা দ্রুত তাদের মজুত কমানোর চেষ্টা করছেন।

 

 

এদিকে, চীন তার আমদানিতেও গতি এনেছে, বিশেষ করে কপার এবং লৌহ আকরিকের মতো পণ্য বিপুল পরিমাণে কেনার মাধ্যমে। দেশটি এই কাঁচামালগুলি সঞ্চিত করে আগামী মাসগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এর ফলস্বরূপ, আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং চীন তার মজুত রাখতে চাচ্ছে।

 

 

ডিসেম্বর মাস শেষে, চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে ১০৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ১০ হাজার ৪৮০ কোটি ডলারের সমান। চীনের এই বৃদ্ধির প্রবণতা আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

চীনের রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ