ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১২:০৩ পিএম

চীনের ৩৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬ জানুয়ারি, ২০২৫ | ১০:১৬ এএম

চীনের ৩৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগ্রহ

চীনের জিনজিয়াং অঞ্চলে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে এবার চীনের ৩৭টি কোম্পানির পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। এর ফলে, নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫০টি।

 

 

নতুন নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগই খনি, পোশাক এবং সোলার শিল্পের সাথে জড়িত। এসব কোম্পানি জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রপ্তানির কাজ করে, যেখানে উইঘুর মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমের ব্যবহার হওয়ার অভিযোগ রয়েছে।

 

 

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলেন, "এই ৩৭টি চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্টের অধীনে। এর ফলে, এসব কোম্পানি তাদের পণ্য মার্কিন বাজারে পাঠাতে পারবে না।"

 

 

উল্লেখ্য, উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন আইন ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আইনে পরিণত হয়, যা চীনের জিনজিয়াং অঞ্চলে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রণীত।

চীনের ৩৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র