ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:০০:৪৯ পিএম

ছোট প্রজেক্টে প্রান্তিক অঞ্চলের চেহারা চেঞ্জ হতে পারে : এম সাখাওয়াত

১৯ জানুয়ারি, ২০২৫ | ২:৬ পিএম

ছোট প্রজেক্টে প্রান্তিক অঞ্চলের চেহারা চেঞ্জ হতে পারে : এম সাখাওয়াত

ছবি: সংগ্রহ

নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমার মন্ত্রণালয়ের লক্ষ্য হলো দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করা। বড় বড় প্রজেক্টের বদলে ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে এসব অঞ্চলের চেহারা বদলানো সম্ভব।” তিনি আরও বলেন, “যেমন, এখানে যদি একটি আধুনিক ঘাট হয়, তাহলে এখানে ব্যবসা-বাণিজ্যের চেহারা পরিবর্তিত হবে।”

 

 

আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই পরিদর্শনের মাধ্যমে তিনি ভোলার ওই অঞ্চলে একটি আধুনিক লঞ্চঘাট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

 

 

ড. সাখাওয়াত হোসেন বলেন, “আমি ভোলার প্রত্যন্ত অঞ্চলে একটি আধুনিক লঞ্চঘাট তৈরির ব্যবস্থা করেছি, যাতে ওই এলাকার মানুষের উন্নতি হয়। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে কোনো এলাকা উন্নতি করতে পারে।” তিনি উল্লেখ করেন, “আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই, তবে ছোট উদ্যোগগুলোই অনেক বড় পরিবর্তন আনতে পারে।”

 

 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, “প্রতিবছর নদীতে পলি জমে। সব নদীতে ড্রেজিং করতে হচ্ছে, এটি বাস্তবতা। যে নদীগুলোতে নৌযান চলাচল করে, সেগুলোর ড্রেজিং করা হচ্ছে এবং প্রয়োজনে ভোলায়ও নদী ড্রেজিং করা হবে।” তিনি দক্ষিণাঞ্চলের নৌপথের গুরুত্ব তুলে ধরে বলেন, “দক্ষিণাঞ্চলের প্রধান পরিবহন পথ হলো নদী। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটির কাজ হচ্ছে এসব নদী সচল রাখা।”

 

 

ভোলা অঞ্চলের নদী ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, “ভোলা নদী ভাঙন প্রবণ এলাকা, তবে সরকার নদী ভাঙন রোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা যতই রেলপথ ও সেতু নির্মাণ করি না কেন, নৌপথের গুরুত্ব কখনো কমবে না।”

 

 

এ সময় উপদেষ্টা জানান, নৌপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় বা ঘাটে টিকিটের দাম বেশি আদায়সহ যাত্রী হয়রানি হলে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এতে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

ছোট প্রজেক্টে প্রান্তিক অঞ্চলের চেহারা চেঞ্জ হতে পারে : এম সাখাওয়াত