ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ
ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্তির চেষ্টা করছি
১৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৭ এএম
![ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্তির চেষ্টা করছি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/19/20250119114353_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সঙ্গে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, টিসিবির টিকিট সাইজ ছোট করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভ্যাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ আয়োজিত "শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট" শীর্ষক সিম্পোজিয়ামের প্রথম সেশনে এসব কথা জানান।
টিসিবির পণ্য মূল্য বৃদ্ধি বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, "সরকারের বিপণন সংস্থা টিসিবির পণ্যের দাম বাড়ানো হলে এর আওতা বৃদ্ধি করা সম্ভব। তবে বর্তমানে টিসিবির পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যাপক সমালোচনা হতে পারে। এসব চিন্তা সাহসের সঙ্গে করতে হবে।"
তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে টিসিবির পণ্যের মূল্য সমন্বয় করা হয়নি, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। তবে, আমরা কি দীর্ঘমেয়াদে ১৭৫-১৮০ টাকায় তেল কিনে ১০০ টাকায় বিক্রি করব, নাকি ১২৫-১৩০ টাকায় বিক্রি করে ১ কোটি টাকার জায়গায় ২ কোটি টাকায় প্রসারিত করব? এই চিন্তা আমাদের সাহসের সঙ্গে করতে হবে।"
বাণিজ্য উপদেষ্টা বলেন, "আমরা ১ কোটি প্রান্তিক জনগণের কাছে টিসিবির পণ্য সরবরাহ করি। ডিজিটাইজেশন করার পর দেখলাম, ৩৭ লাখ কার্ডধারী ভুয়া। বৃহৎ কিছু প্রতিষ্ঠান টিসিবির টেন্ডারে অংশ নিতে পারে, কিন্তু টিসিবির আর্থিক কাঠামো বাণিজ্যিক ঋণের ওপর চলতে থাকায় তা টেকসই নয়।"
তিনি টিসিবির সেবাগ্রহীতা কমানোর জন্য টিকিট সাইজ ছোট করার চেষ্টা চলছে বলেও জানান। ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রেখে শেখ বশিরউদ্দীন বলেন, "এতে করে টিসিবি যে পণ্যটি কিনবে তার মান ভালো হবে।"
সিম্পোজিয়ামে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
উমামা ফাতেমা তার বক্তব্যে বলেন, "গত ১৫ বছরে উন্নয়নের গালগল্প শোনানো হয়েছে, কিন্তু সরকারি পরিসংখ্যানের সাথে বাস্তব চিত্রের মিল নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিগুলো আমাদের জানা দরকার। সরকারের আমলাদের সুবিধা দেওয়া হয়েছে, অথচ তারা কাঠামো নষ্ট করেছে। তাদের শাস্তি হওয়া উচিত।"
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, "সরকার এখন যে বাজেট প্রণয়ন করবে, তাতে একটি খাতকে বেশি গুরুত্ব না দিয়ে সম্ভাবনাময় অন্যান্য খাতকেও গুরুত্ব দেওয়া উচিত।"
এ সেমিনারে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার এবং বাজেট প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বক্তারা।
- ট্যাগ সমূহঃ
- ছোট ব্যবসা
- প্রতিষ্ঠানকে
- টিসিবির
- অন্তর্ভুক্তি
![ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্তির চেষ্টা করছি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)