ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ছয় মাসে ভ্যাট নিবন্ধন ২৬ শতাংশ বেড়েছে
১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৪ এএম
![ছয় মাসে ভ্যাট নিবন্ধন ২৬ শতাংশ বেড়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/12/20250212093110_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভ্যাট নিবন্ধন প্রদানে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় একটি উল্লেখযোগ্য সাফল্য। যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ কমে ৪ হাজার ২২৮টি হয়েছিল, তবে পরবর্তীকালে এনবিআরের পদক্ষেপগুলোর ফলে জানুয়ারি ২০২৫ পর্যন্ত নিবন্ধন সংখ্যা পুনরায় বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪টি, যা ২০২৪ সালের আগস্টে কমে ৪ হাজার ২২৮টিতে দাঁড়ায়। তবে এনবিআরের নতুন প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে নতুন ভ্যাটদাতা শনাক্ত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলস্বরূপ, আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত নিবন্ধন সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এনবিআর জানিয়েছে, ভ্যাটের আওতা বাড়ানোর এবং নতুন ভ্যাট দাতা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে তারা ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের জন্য ভ্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
এনবিআর এর একটি উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে নতুন নিবন্ধন প্রদান এবং আইনানুগ রাজস্ব আদায়ে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, কর্মকর্তাদের দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে নিবন্ধন বৃদ্ধিতে সফলদের ‘বিশেষ স্বীকৃতি’ দেওয়া হবে। এনবিআরের আশা, চলমান ধারা অব্যাহত থাকলে পরবর্তী ছয় মাসে নতুন ভ্যাট নিবন্ধনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত হবে।
![ছয় মাসে ভ্যাট নিবন্ধন ২৬ শতাংশ বেড়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)