ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০ পিএম
অনলাইন সংস্করণ
জনসংখ্যার চেয়ে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার বেশি
২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০ পিএম

ছবি: সংগ্রহ
আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইন্টারনেট। জার্মানভিত্তিক অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার তথ্যমতে, বর্তমানে বিশ্ব জনসংখ্যার ৬৮ শতাংশ (প্রায় ৫৫০ কোটি) অনলাইনে যুক্ত।
আরও পড়ুন
জাতিসংঘের জনসংখ্যা বিভাগ জানিয়েছে, গত সপ্তাহের চার্টে দেখা যাচ্ছে যে গত ২০ বছরে বিশ্বে জনসংখ্যার তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক দ্রুত হারে বেড়েছে। প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারী ৯ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে, যেখানে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ১৫ শতাংশ।
স্ট্যাটিস্টা অনুসারে, প্রতি বছর অন্তত ২৩ কোটি ৬০ লাখ ব্যবহারকারী অনলাইনে যুক্ত হয়। উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনের সহজলভ্যতার কারণে এ ডিজিটাল অ্যাকসেস আরো সহজ হয়েছে। দ্রুত ডিজিটাল অ্যাকসেস বৃদ্ধি সত্ত্বেও প্রায় ২৬০ কোটি মানুষ (বিশ্বের ৩২ শতাংশ) এখনো ইন্টারনেট ব্যবহারের বাইরে রয়েছে। ইন্টারনেটের আওতার বাইরে থাকা মানুষের সংখ্যা আফ্রিকা অঞ্চলে বেশি। যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির হার ২০০৯ সালের ৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে দাঁড়ায় ৩৩ শতাংশে। এ থেকে অনুমান করা যায় যে অঞ্চলটিতে ডিজিটাল অ্যাকসেস বাড়ছে, তবে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে।
উত্তর কোরিয়া (৯৯ দশমিক ৯ শতাংশ), মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (৮৯ দশমিক ৪), বুরুন্ডি (৮৮ দশমিক ৭ শতাংশ), দক্ষিণ সুদান (৮৭ দশমিক ৯ শতাংশ), নাইজার (৮৩ দশমিক ১ শতাংশ), ইয়েমেন (৮২ দশমিক ৩ শতাংশ), আফগানিস্তান (৮১ দশমিক ৬ শতাংশ), ইথিওপিয়া (৮০ দশমিক ৬ শতাংশ), বুরকিনা ফাসো (৮০ দশমিক ১ শতাংশ), মাদাগাস্কার (৭৯ দশমিক ৪ শতাংশ)।
সরকারি বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়া অধিকাংশ ক্ষেত্রে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও বুরুন্ডির মতো দেশগুলো দুর্বল অবকাঠামো ও অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করার কারণে ইন্টারনেট অ্যাকসেস সেভাবে বাস্তবায়ন করতে পারছে না। বিপরীতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোয় ৯০ শতাংশেরও বেশি মানুষ অনলাইনে যুক্ত, যা বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাকসেসের ক্ষেত্রে একটি বড় ব্যবধান উপস্থাপন করে।
চলতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকা তুলে ধরেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। ব্যবহারকারীর সংখ্যাসহ দেশগুলো হলো চীন (১১০ কোটি), ভারত (৮৮ কোটি ১৩ লাখ), যুক্তরাষ্ট্র (৩১ কোটি ১৩ লাখ), ইন্দোনেশিয়া (২১ কোটি ৫৬ লাখ), পাকিস্তান (১৭ কোটি), ব্রাজিল (১৬ কোটি ৫৩ লাখ), নাইজেরিয়া (১৩ কোটি ৬২ লাখ), রাশিয়া (১২ কোটি ৯৮ লাখ), বাংলাদেশ (১২ কোটি ৬২ লাখ), জাপান (১১ কোটি ৭৪ লাখ)।
