ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০২:৩৪ এএম

জরিমানাসহ ৪ হাজার ৮৪৫ কেজি পলিথিন জব্দ ও কারখানা সিলগালা

৮ নভেম্বর, ২০২৪ | ২:৪০ পিএম

জরিমানাসহ ৪ হাজার ৮৪৫ কেজি পলিথিন জব্দ ও কারখানা সিলগালা

ছবি: সংগ্রহ

আজ ১৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২১টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এ লক্ষ্যে আজ ১৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২১টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। আনুমানিক ৪ হাজার ৮৪৫ কেজি ২০০ গ্রাম পলিথিন জব্দ এবং ১টি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।


অপরদিকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় ও ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

জরিমানাসহ ৪ হাজার ৮৪৫ কেজি পলিথিন জব্দ ও কারখানা সিলগালা