ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ
জানুয়ারিতে কমেছে খাদ্য মূল্যস্ফীতি
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪২ এএম
![জানুয়ারিতে কমেছে খাদ্য মূল্যস্ফীতি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/05/20250205103826_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশ কমে ১০ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। গত ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।
আরও পড়ুন
বিবিএসের হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম কমেছে, বিশেষ করে চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা এবং তামাকজাতীয় পণ্যের দাম হ্রাস পেয়েছে। বিশেষত শীত মৌসুমে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি কমে যাওয়ায় দেশের সামগ্রিক মূল্যস্ফীতিও জানুয়ারিতে ০.৯৫ শতাংশ কমে ৯.৯৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ডিসেম্বর মাসে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।
এটি দেশবাসীর জন্য সুখবর, কারণ খাদ্যপণ্যের দাম কমে আসায় সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এসেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার ফলে মোট মূল্যস্ফীতির উপর কিছুটা চাপ সৃষ্টি হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- জানুয়ারিতে
- কমেছে
- খাদ্য
- মূল্যস্ফীতি
![জানুয়ারিতে কমেছে খাদ্য মূল্যস্ফীতি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)