ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:১৩:০৫ পিএম

জাপানে পে বাই ক্যাশ সুবিধা বাতিল অ্যামাজনের

৬ জুন, ২০২৪ | ৭:৩০ পিএম

জাপানে পে বাই ক্যাশ সুবিধা বাতিল অ্যামাজনের

জাপানে কেনাকাটায় নগদ অর্থে মূল্য পরিশোধ বা পে বাই ক্যাশ সুবিধা বাতিল করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ক্রেতা-বিক্রেতাদের অভিজ্ঞতাকে আরো আরামদায়ক করতে নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে বলে দাবি কোম্পানিটির।

 

এ সুবিধা বাতিল হওয়ায় ক্রেডিট কার্ডধারী জাপানিরা অসুবিধায় পড়বেন না। জটিলতায় পড়তে পারেন ক্রেডিট কার্ড নেই এমন নাগরিক ও বিদেশী পর্যটকরা।

 

তবে বিকল্প হিসেবে ব্যাংক পেমেন্টের ব্যবস্থা চালু রেখেছে অ্যামাজন। তাতেও সশরীরে দোকানে গিয়েই পেমেন্ট সম্পন্ন করতে হবে। 

জাপানে পে বাই ক্যাশ সুবিধা বাতিল অ্যামাজনের