ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৬:০২ এএম

জাপানের আকাশে প্রথমবার টয়োটার এয়ার ট্যাক্সি

৭ নভেম্বর, ২০২৪ | ১০:০ পিএম

জাপানের আকাশে প্রথমবার টয়োটার এয়ার ট্যাক্সি

ছবি: সংগ্রহ

বাণিজ্যিক পরিষেবার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জোবি এভিয়েশন ইনকরপোরেটেড ও জাপানের টয়োটা মোটর করপোরেশন বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি তৈরি করছে, এটা পুরনো খবর। নতুন যা জানা যাচ্ছে, চলতি সপ্তাহে জাপানের শিজুওকায় টয়োটার হিগাশি-ফুজি টেকনিক্যাল সেন্টারে এই এয়ার ট্যাক্সির প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী ফ্লাইট সম্পন্ন করা হয়েছে।

 

কোম্পানি দুটির সহযোগিতামূলক সম্পর্কের বয়স প্রায় সাত বছর। এ সময়ে জোবিকে স্বয়ংক্রিয় উৎপাদন ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে এসেছে টয়োটা। প্রকল্প এগিয়ে নিতে বর্তমানে টয়োটার প্রকৌশলীরা ক্যালিফোর্নিয়ায় জোবির টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। ২০২৩ সালে জোবি ও টয়োটা দীর্ঘমেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় জোবির এয়ার ট্যাক্সি তৈরির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করবে টয়োটা।

 

জোবির প্রতিষ্ঠাতা ও সিইও জোবেন বিভার্ট বলেন, ‘আমাদের প্রথম বিদেশী প্রদর্শনী ফ্লাইট পরিচ্ছন্ন আকাশ ভ্রমণকে দৈনন্দিন বাস্তবতায় পরিণত করার দিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা ভবিষ্যৎ পরিবহন নিয়ে টয়োটার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত এবং জাপানে আমাদের ফ্লাইটের সময় সেই ভবিষ্যতের একটি দৃষ্টান্ত উপস্থাপনের সুযোগ পেয়ে গর্বিত।’ জোবির বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি একজন পাইলট ও চারজন যাত্রী নিয়ে ঘণ্টায় ২০০ মাইল গতিতে চলতে পারে। কার্বন নিঃসরণ ছাড়াই হেলিকপ্টারের তুলনায় অনেকটাই কম শব্দ তৈরি করে দ্রুত উড়তে সক্ষম এটি।

 

নতুন পরিষেবাটির লক্ষ্য ট্র্যাফিক জ্যাম কমানো, পরিবেশগত প্রভাব হ্রাস এবং শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে ভ্রমণের বিকল্প পদ্ধতি সরবরাহ করা। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জোবি। তখন থেকে নিউইয়র্ক শহরের আইকনিক ডাউনটাউন ম্যানহাটন হেলিপোর্ট থেকে প্রদর্শনী ফ্লাইটসহ হাজারো পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। এয়ার ট্যাক্সির প্রয়োজনীয় সার্টিফিকেশন ও বাণিজ্যিক উৎপাদনের জন্য জোবিতে অতিরিক্ত ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টয়োটা। এ তহবিলসহ সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৮৯ কোটি ৪০ লাখ ডলার।

জাপানের আকাশে প্রথমবার টয়োটার এয়ার ট্যাক্সি