ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:১১:৪১ পিএম

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১৬ এএম

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

ছবি: সংগ্রহ

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও জাম্বিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো অনুসন্ধান করেন।

 

 

জাম্বিয়ার হাইকমিশনার চন্দা বৈঠকে বাংলাদেশের ওষুধ শিল্পের প্রতি জাম্বিয়ার আগ্রহ প্রকাশ করেন এবং জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান। তিনি জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানি বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরেন। এছাড়া, জাম্বিয়া বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছে। কৃষি এবং চুক্তি চাষের মতো অন্যান্য সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

 

 

এ সময়, পররাষ্ট্র উপদেষ্টা জাম্বিয়ার হাইকমিশনার চন্দার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব